الرئيسيةالمدوناتالمشاريعالمفضلةالقصائدالصورعنيالتعليقاتالإدارة

অপূর্ব ক্ষমা

আমার হৃদয়ে জেগেছে ক্ষমা করার এক অভূতপূর্ব নেশা—

21st April, 2025
Arb
Own
অপূর্ব ক্ষমা

আমার হৃদয়ে জেগেছে ক্ষমা করার এক অভূতপূর্ব নেশা—

আজ আমি তোমারে ক্ষমা করে দিলাম

ক্ষমা করে দিলাম পেছনে যে মেরেছে আমারে ছুরি

আজ আমি ক্ষমা করে দিলাম তোমাদের—

যেভাবে ক্ষমা করে পেটশূন্য শিশু

রেস্তোরাঁর ব্যস্ত বণিকদের;

যেভাবে ক্ষমা করে মা তাঁর ছেলেকে

বৃদ্ধাশ্রমের বেলকনি থেকে।

আজ আমি তোমাদের ক্ষমা করে দিলাম—

অপূর্ব সব ক্ষমা।

যে দোষে তুমি হতে মঞ্চ ফাঁসির আসামি,

সে দোষ আমি আজ ক্ষমা করে দিলাম।

যে ভুলে তুমি হতে পলাতক বনবাসী,

সে ভুল আমি আজ ক্ষমা করে দিলাম।

আজ আমি তোমাদের ক্ষমা করে দিলাম।

অপূর্ব সব ক্ষমা।

জেনেছি ক্ষমাহীন দুনিয়ায় নাকি কেবলই দীর্ঘশ্বাস—

গাছের আড়ালে লুকিয়ে থাকে সর্প-শব-ত্রাস!

আজ আমি তোমাদের তাই ক্ষমা করে দিলাম।

ক্ষমা করে দিলাম খাঁচায় বন্দী প্রাচীন পাখিদের;

মুক্ত আকাশে পাখনা মে’লে

তোমরাও কোরো আমায় ক্ষমা—কোনো একদিন?