الرئيسيةالمدوناتالمشاريعالمفضلةالقصائدالصورعنيالتعليقاتالإدارة

অবিমৃষ্যকারী

মাঝে মাঝে ভাবি, আমি যদি নদী হতাম! আর তুমি হতে চাঁদ।

12th June, 2025
Arb
Own
অবিমৃষ্যকারী

মাঝে মাঝে ভাবি, আমি যদি নদী হতাম!

আর তুমি হতে চাঁদ।

জোৎস্না এলেই, আমার টলটল পানির উপর তোমার স্নিগ্ধ আলো!

আহা! আমার বুকে থাকা মাছেরা সেই আলো পেয়ে কী যে খুশি।

একবার এদিকে যায়, একবার ওদিকে যায়!

মাঝে মাঝে ভাবি, আমি যদি রংধনু হতাম!

আর তুমি হতে মেঘ।

বৃষ্টি এলেই, আমার রঙের মোহনায় তোমার উষ্ণ ডাক!

আমার বুকে থাকা রঙেরা সেই ডাকে কী যে দিশেহারা।

একবার এ আকাশ রাঙায়, একবার ও আকাশ রাঙায়!

মাঝে মাঝে ভাবি, আমি যদি ঘাস হতাম!

আর তুমি হতে দোল।

হাওয়া ভাসলেই, আমার সবুজ রেখায় তোমার আলতো ছোঁয়া!

আমার ডানায় থাকা শিশিরেরা সেই ছোঁয়ায় কী যে মাতোয়ারা।

একবার এপাশ তাকায়, একবার ওপাশ তাকায়!

এরপর, একদিন আসে কালবৈশাখী ঝড়!

চাঁদ লুকায় দৃশ্যের আড়ালে।

মেঘ চলে চায় ভেসে।

আর দোল হয় বিস্ময়কর এক মরণবান!

কোথাকার এক কালবৈশাখী ঝড়ে, আমার সব ভাবনারা—

উড়ে যায়, উড়ে যায়, উড়ে যায়।