HomeBlogsProjectsBookmarksPoemsImagesAboutFeedbackAdmin

অনুমিতা

শোনো অনুমিতা, মনে আছে তোমার?

09th June, 2025
Arb
Own
অনুমিতা

শোনো অনুমিতা, মনে আছে তোমার?

তোমারে যে কইছিলাম, একদিন সরিষা ক্ষেতের মাঝখানে আমগো ছোট্ট রাজ প্রাসাদ বানামু?

তুমি চায়ের কাপ হাতে লইয়া বারান্দায় আইসা দেখবা, বাতাসে দোলতাছে সরিষা ফুল—

তখন, আমার কী হইবো জানো?

আমার হইবো স্বপ্নপূরণ।

বাড়ীর উপর দিয়া পাখি উইড়া গেলে, তুমি ছবি তোলার লেগা কি পাগলডাই না হও!

তখন, আমার কী মনে হয় জানো?

মনে হয়, দুনিয়াদারী ছাইড়া আমি খালি তোমার ছবিই তুলি।

অনুমিতা, তুমি কী জানো?

তোমার পছন্দ যদি হইত মেঘ,

তাইলে আমি সব আকাশে তোমার লেগা বানাইতাম একটা কইরা রাজ প্রাসাদ!

কিন্তু তোমার পছন্দ সরিষা ফুল।

আর আমার পছন্দ তুমি।