এমন কি করন যায়না—
তুমি আর আমি এই একশো একরের বন্দী ভিটা ছাইরা ছুইড়া
কোনো একখান নির্জন বনে হারাইয়া গেলাম!
তুমি সাথে নিলা তোমার ছবির আঁকার দুইডা তুলি আর
আমি নিলাম জীবনানন্দের দুক্ষের একটা বই।
তারপর খালি হাঁটলাম আর হাঁটলাম।
হাঁইটা হাঁইটা ছুইটা চললাম আমরা বনের রাস্তা ধইরা—
এমন কি করন যায়না—
তুমি আর আমি এই ক্যালকুলাস্ আর বক্ররেখার বেড়াজাল ছাইরা
চইলা গেলাম উয়ারী বটেশ্বর।
তারপর দুইজন মিল্লা খুঁইড়া বাইর করলাম কোনো অমূল্য রত্ন।
এমন কি করন যায়না—
তুমি আর আমি এই মারামারি কাঁটাকাটির জীবন ছাইরা
উড়াল দিলাম আকাশের ওইপাড়ে।
তারপর কমদামি কয়ডা মেঘ দিয়া বানাইলাম ছোট্ট একখান ঘর।
এমন কি করন যায়না?