তোমাকে হারিয়েছিলাম ছয় বছর আগের কোনো ট্রেনে
তারপর কেটে গেছে রাত্রি আর দিন
বদলেছে পৃথিবীর রং—
কিন্তু তুমি আছো ঠিক আগের মতই
দূরন্ত, মিশুক, উপচে পড়া হাসি।
তোমার চোখ ঠিক আগের মতোই স্বপ্ন দেখে
দেখে হেঁটে যাওয়া হাঁসের পালক কেমন করে নামে নালায়
তোমাকে হারিয়েছিলাম ছয় বছর আগের কোনো ট্রেনে
তারপর মিশে গেছে চাঁদ আর তারা,
কেঁদেছে কতো নির্ঘুম পেঁচারা
কিন্তু তুমি আছো ঠিক আগের মতোই।