AccueilBlogsProjetsFavorisPoèmesImagesÀ proposCommentairesAdmin

কল্পতরু

তরু, আজ তোমার ফেরার কথা।

14th June, 2025
Arb
Own
কল্পতরু

তরু, আজ তোমার ফেরার কথা।

তুমি বলেছিলে, যেদিন কল্পতরুর ছায়ায় মাটির পথ ছেয়ে যাবে—

শুকনো পাতার প্রশ্বাসে যেদিন কেবল ধুলো খুঁজে পাওয়া যাবে,

বিকেলের নিছক হাওয়ায় যেদিন মেটাফোরিকাল্ অমৃত ভাসবে,

সেদিন তুমি ফিরবে।

আমি বলেছিলাম, সেদিন তোমার নাম বদলে রাখবো বনলতা।

আর তোমার কবেকার অন্ধকার বিদিশার নিশার মতো চুলে,

গেঁথে দিবো ঝড়ে পড়া ফুল।

তুমি তো আবার ফুল ছেড়া পছন্দ করো না!

একদিন তোমার ডেনড্রোফিলিয়ায় মুগ্ধ হয়ে,

তোমার নামটাই রেখে দিলাম তরু!

প্রথমবার সেই নামে ডাক শুনে, তুমি কী যে খুশি হলে!

তরু, আজ তোমার ফেরার কথা—

কখন ফিরছ তুমি?