হোমব্লগপ্রজেক্টবুকমার্ককবিতাছবিআমার সম্পর্কেমতামতঅ্যাডমিন

ছয় বছর আগে

তোমাকে হারিয়েছিলাম ছয় বছর আগের কোনো ট্রেনে

21st April, 2025
Arb
Own
ছয় বছর আগে

তোমাকে হারিয়েছিলাম ছয় বছর আগের কোনো ট্রেনে

তারপর কেটে গেছে রাত্রি আর দিন

বদলেছে পৃথিবীর রং—

কিন্তু তুমি আছো ঠিক আগের মতই

দূরন্ত, মিশুক, উপচে পড়া হাসি।

তোমার চোখ ঠিক আগের মতোই স্বপ্ন দেখে

দেখে হেঁটে যাওয়া হাঁসের পালক কেমন করে নামে নালায়

তোমাকে হারিয়েছিলাম ছয় বছর আগের কোনো ট্রেনে

তারপর মিশে গেছে চাঁদ আর তারা,

কেঁদেছে কতো নির্ঘুম পেঁচারা

কিন্তু তুমি আছো ঠিক আগের মতোই।