হোম কবিতা
অনুভূতির ভাষায় বোনা শব্দমালা, হৃদয়ের গভীর থেকে উঠে আসা সুর।
আমার হৃদয়ে জেগেছে ক্ষমা করার এক অভূতপূর্ব নেশা—
এমন কি করন যায়না—তুমি আর আমি এই একশো একরের বন্দী ভিটা ছাইরা ছুইড়া
তোমাকে হারিয়েছিলাম ছয় বছর আগের কোনো ট্রেনে
গভীর হাওয়ার রাত ছিলো কাল— অসংখ্য নক্ষত্রের রাত;